বন্যার্তদের সাহায্যের নামে ফেসবুকে আওয়ামী লীগের মিথ্যা প্রচারণা

ছবি ও তথ্য- রিউমর স্ক্যানার : দেশের বেশ কয়েকটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই বিপর্যস্ত পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন। চলমান বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের পেজ ও গ্রুপ থেকে গুজব ছড়ানোর একাধিক ঘটনা সামনে এসেছে বলে রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের তদন্তে বলা হয়, বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের পেজ ও গ্রুপ থেকে গুজব ছড়ানো হয়েছে। গুজবগুলো গুজবই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর বন্যার্তদের সহায়তা কার্যক্রম কেন্দ্রিক।

গুজবগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—অন্য রাজনৈতিক বা অরাজনৈতিক প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রমের ছবি ও ভিডিও নিজেদের বলে প্রচার করা, পুরোনো ঘটনার ছবি ব্যবহার করে বর্তমান বন্যার সময় নিজেদের ভূমিকা দেখানো এবং গণমাধ্যমের ফটোকার্ড এডিট করে ছাত্রলীগের সদস্যদের বন্যার্তদের উদ্ধার করতে গিয়ে প্রাণ হারানোর ভুয়া খবর ছড়ানো।

১০টি গুজবের মধ্যে ৫টি সরাসরি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচারিত হয়েছে এবং ১টি দলটির অফিসিয়াল গ্রুপ থেকে ছড়ানো হয়েছে বলে রিউমর স্ক্যানার টিমের তদন্তে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *