‘সন্তানের মুখের এক টুকরো মিষ্টি হাসি পথের সব ক্লান্তি ভুলিয়ে দেয়’
বাড়ি ফিরেছে মানুষ। নাড়ির টানে পথের দুর্ভোগ, কষ্ট আর বাড়তি ভাড়া গুনে বাড়ির পানে ছুটছে মানুষ। সন্তানের মুখে একটু মিষ্টি হাসি, বাবা-মায়ের দোয়া, ভাই-বোনের ভালোবাসা আর স্ত্রীর চোখে-মুখে প্রশান্তির আবেশ দেখতে হাজারো কষ্ট আর দুর্ভোগকে পিছনে ফেলে ঘরের পানে ছুটে চলা। জীবিকার তাগিদে গ্রামে বাবা-মা,ভাই-বোন, স্ত্রী-সন্তানকে রেখে বড় বড় শহরে আসেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।…