ইউক্রেনে বিদেশি যোদ্ধা ও পশ্চিমা জেনারেলদের নিশ্চিহ্ন করা হবে: ল্যাভরভ

Share

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ দাবি করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেন বিভিন্ন দেশের ভাড়াটে সেনাদের ও পশ্চিমা জেনারেলদের দেশটির অসামরিক অবকাঠামো ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। তিনি এ ধরনের সব বিদেশিকে ধ্বংস করার সংকল্প ব্যক্ত করেছেন। সূত্র: আরটি

ল্যাভরভের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানায়, ইউক্রেনীয়রা ভাড়াটে সেনা, পশ্চিমা জেনারেল ও প্রশিক্ষকদের সঙ্গে সব ধরনের বৈঠক করার জন্য তাদের অসামরিক স্থাপনাগুলো ব্যবহার করছেন যা আন্তর্জাতিক মানবিক আইনের লংঘন ও যুদ্ধাপরাধ।

গত সপ্তাহের আগ পর্যন্ত মস্কো রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ভাড়াটে বাহিনী ব্যবহার করার অভিযোগ করা পরিহার করে চলেছিল। মস্কো নিজেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে বাহিনী ওয়াগনার যোদ্ধাদের ব্যবহার করে আসছিল। মস্কো বাখমুত শহরের মতো অনেক স্থান দখল করতে ওয়াগনারকে ব্যবহার করেছে।

ল্যাভরভ আরও বলেন, ক্রোমাটোরস্কের মতো বৈঠক অনুষ্ঠিত হলে আমরা তা ধ্বংস করে দেব। কারণ তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সম্প্রতি ডনবাসের ক্রোমাটোরস্কের অস্থায়ী ব্রিগেডের ওপর সুনির্দিষ্ট হামলার প্রতি ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। ওই হামলায় তিন কলাম্বিয়ান আহত হন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলার সময় ওই ঘাঁটিতে স্টাফ বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। তাতে বহু ইউক্রেনীয় সেনা কর্মকর্তা ও বিদেশী সামরিক উপদেষ্টারা অংশ নিয়েছিলেন। গত মঙ্গলবারের ওই হামলায় ইউক্রেনের ৫০ সেনা কর্মকর্তা এবং প্রায় ২০ বিদেশী ভাড়াটে সেনা ও সামরিক উপদেষ্টা নিহত হয়েছে মস্কো দাবি করেছিল। সম্পাদনা: ইমরুল শাহেদ
এসআই/এসএ

Leave A Reply