গণঅধিকার পরিষদে অস্তিরতা অব‍্যাহত

Share

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে পূর্বঘোষিত বিশেষ জরুরি সভায় অংশ নেননি ড. রেজা কিবরিয়া। অবশ্য কেন তিনি জরুরি সভায় অংশ নেননি, তার কারণ দিয়েছেন।

তিনি বলেছেন, বিশৃঙ্খলা এড়াতে এবং নেতাকর্মীদের নিরাপত্তার কথা ভেবে জরুরি সভায় অংশ নেননি। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন ড. রেজা কিবরিয়া। একই সঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

ড. রেজা কিবরিয়া বিজ্ঞপ্তিতে বলেন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে পূর্বঘোষিত বিশেষ জরুরি সভা আজ শনিবার (১ জুলাই) বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমি নিজেও সভায় উপস্থিত হওয়ার জন্য রওনা দিয়েছিলাম। বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম, ভিপি নুর একই সময়ে আরও তিনটি সভা ডেকেছেন। আমি আরও জানতে পারলাম, কেন্দ্রীয় কমিটির সভায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সারা দেশ থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও বহিরাগত লোক এনে কার্যালয়ের আশপাশে জড়ো করেছেন।’

তিনি বলেন, ‘কেন্দ্রীয় কার্যালয়ের ল্যান্ড ওনার্স (ভবন মালিক) আমাকে রাতে অবগত করেছেন যে, বিশৃঙ্খলা এড়াতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। এসব ঘটনা স্পষ্টতই একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির উদ্দেশ্য মনে হওয়ায় নেতাকর্মীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমি রাস্তা থেকে ফিরে আসি।’
তবে কোরাম পূর্ণ হলে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সভা শেষ করার আহ্বান জানান ড. রেজা কিবরিয়া।

Leave A Reply