জাতীয় সমাজতান্ত্রীক দল -জেএসডি,স্বাধীনাত্তোর বাংলাদেশের ১ম রাজনৈতিক দল পালন করল ৩১ অক্টোবর তার ৫০তম জন্মবার্ষকী ।রাজধানী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শহর-গ্রাম ও অঞ্চলে পার্টির নেতা কর্মীরা বিভিন্ন কর্মর্সূচীর আয়োজন করেছিল।
সিলেট জেলা ও মহানগর জেএসডি যৌথ ভাবে মিছিল করে কেন্দ্রীয় শহীদ-মিনারে ফূল দিয়ে শহীদেরকে শ্বরন করেন এবং শহীদ-বেদীতে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা করা হয়।
তারপর মিছিলটি শহীদ মিনার থেকে মিছিল করে চলে যায় হাওয়াপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে।।বক্তাগন বলেন ইতিহাসের প্রয়োজন মেটাতে জেএসডি’র জন্ম।দলটির নেতৃত্তের বৃহত্তর অংশ তারাই ছিলেন ,যারা বাংলাদেশকে স্বাধিন করার জন্য ১৯৬২ সালে নিউক্লিয়াস গঠন করেছিলেন্।তাদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল ১০বতসরের মধ্যে বাংলাদেশকে স্বাধীন করবেন।তারা করেছিলেন বঠে। তারই গতানুগতিক অনুসারে জাসদের জন্ম হয়্।
জেএসডি’র কিংবন্তি সিরাজুল আলম খান-দাদা-ভাই’র সুস্বাস্থ্য কামনা করা করা হয়। জেএসডি’র কিংবদন্তি ও প্রতিষ্ঠাকালীন ১ম সাধারন সম্পাদক জনাব আসম আব্দুর রবের ১০ দফা দাবীনামার প্রতি সভা ১০০% সমর্তন জ্ঞাপন করে। জনাব রবের বর্তমান কন্সেপ্ট জাতীয় সরকারের প্রতি সমর্তন জ্ঞাপন করে।
প্রবীন রাজনীতিবিদ ও জেএসডি”র সিলেট জেলাকমিটির আহ্বায়ক প্রফেসার সফিক সারের সভাপতিত্তে ও সদস্য-সচিব মিস বেবী দেবী’র সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হওয়ার কথা ছিল,যুক্তরাজ্য জে-এস-ডির সভাপতি আলহাজ্ব ছমির উদ্দিন।হঠাত করে অসুস্ত হয়ে যাওয়ায় তিনি উপস্থিত হতে পারেননি।
সভা তিনির সুস্ততার জন্য দুয়া কামনা করে।
সভায় অন্যান্যদের মদ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,কেন্দ্যীয় কমিটির অন্যতম সহসভাপতি জনাব আহ্সান চৌধুরী সুইট,যুগ্ম আহ্বায়ক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন,শ্র্র্র্রমিক জোট সিলেট জেলা-কমিটির সদস্য জনাব আনোয়ার হোসেন।শীক্ষার্থীশিরিনা দাসসহ আর ও অনেকেই।