জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ক্ষমতাসীনদের রক্ত চক্ষুকে পরোয়া না করে চিড়া-মুড়ি নিয়ে মাইলকে মাইল পথ হেঁটে হাজার হাজার কর্মী-সমর্থক জনতা সমাবেশ স্থলে হাজির হওয়া এবং রাতে পলিথিন বিছিয়ে মাথার নীচে ইট রেখে রাস্তায় এবং ফুটপাতে শুয়ে থাকার অভাবিত দৃশ্য ‘গণযুদ্ধ’ সূচনার ইঙ্গিত মাত্র। এটা রাজনীতির ময়দানে এক ভিন্ন বাস্তবতা হাজির করেছে এবং যা চিন্তার জগতে নাড়া দিচ্ছে। রাজনীতির বর্তমান খরায় এর তাৎপর্য বিশ্লেষণ করা সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি।
ক্ষমতাসীনদের অত্যাচারে নিষ্পেষিত গণমানুষের মুক্তির আকাঙ্খাকে অনুধাবন করতে হবে। মানুষ অত্যাচার হাত থেকে মুক্তি চায়, মানুষ বন্দীদশা থেকে মুক্তি চায়। মানুষ রাষ্ট্র রাজনীতিতে মৌলিক পরিবর্তন চায়।
এই ধরনের প্রতিশ্রুতিশীল গণশক্তির উত্থানের মাধ্যমেই রাষ্ট্র রূপান্তরের গণস্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। এটা আজ দিবালোকের মত পরিষ্কার যে, পুরনো শেকেলে অতীতমুখী রাজনীতি আজকের বাস্তবতায় অচল।
আ স ম রব আরোও বলেন, সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখতে রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকারের বাড়াবাড়িতে জনগণ ফুঁসে উঠছে। জনগণ বিপদ আপদ উপেক্ষা করে প্রতিবাদ করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে শুরু করেছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা মোহাম্মদ শাজাহান এর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) আ স ম আবদুর রব এসব কথা বলেন।
আ স ম রব শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি নিয়ে মজুরি কমিশন ও পে কমিশন যুগোপযোগী করার দাবি জানান এবং জাতীয় সংসদসহ সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আহ্বান জানান।
শিশু কল্যাণ পরিষদ, সেগুনবাগিচায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি জনাব মোশারফ হোসেন।
সভায় বক্তব্য রাখেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কার্যকরী সাধারণ সম্পাদক, জেএসডি।
এস. এম আনসার উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক, জেএসডি কেন্দ্রীয় কমিটি।
আবদুর রহমান, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ,নোমানুজ্জাম আল আজাদ, মহা-সচিব, সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ,এম. এ. আউয়াল, সহ-সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক জোট।আবুল হোসেন মিয়া, সহ-সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক জোট।
রেজাউল বারী দিপন, সহ-সাধারন সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক জোট,এস. এম. ওমর ফারুক সেলিম, দপ্তর সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক জোট,মইনূল আলম রাজু, সদস্য সচিব, ঢাকা মহানগর, শ্রমিক জোট।এস এম মনিরুজ্জাম মনির, যুগ্ম- আহবায়ক ঢাকা মহানগর শ্রমিক জোট।
সভাপতির ভাষণে মোশারফ হোসেন বলেন মোহাম্মদ শাহজাহান ছিলেন শ্রমিক রাজনীতির প্রাণপুরুষ। জাতীয় মজুরি কমিশন গঠন, রাষ্ট্রীয় রাজনীতিতে শ্রমজীবীদের প্রতিনিধিত্ব প্রদান এবং শ্রমিক শ্রেণীর মুক্তির লড়াইয়ের মধ্য দিয়েই মোহাম্মদ শাহজাহানের প্রতি সম্মান জানাতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি: