ডেভিড ভিসার অসাধারণ ব্যাটিং বিফলে গেল। আরব আমিরাতের কাছে ৭ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে নামিবিয়ার। তাদের সর্বনাশে লাভ হলো নেদারল্যান্ডসের। শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস।
১৪৯ রানের লক্ষ্যে নেমে ৬৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসে নামিবিয়া। সেখান থেকে তাদের আশা জাগান ভিসা। সাত নম্বরে ব্যাট করতে নামা ভিসার ফিফটিতে শেষ দুই ওভারে জয়ের জন্য ২০ রান প্রয়োজন ছিল নামিবিয়ার। কিন্তু ১৯তম ওভার থেকে মাত্র ৬ রান নেওয়ায় চাপে পড়ে যায় তারা। আর শেষ ওভারে চতুর্থ বলে আউট হয়ে যান ভিসা। ৩৬ বলে সমান তিনটি চার-ছয়ে ৫৫ রান করেন তিনি। ২৪ বলে ২৫ রানে অপরাজিত থাকেন রুবেন ট্রামপেলম্যান।
আমিরাতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন বাসিল হামিদ ও জহুর খান।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ ওয়াসিম ও অধিনায়ক সিপি রিজওয়ানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৪৮ রান তোলে আরব আমিরাত।
ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩৯ রান তোলেন ওয়াসিম ও ভৃত্য অরবিন্দ। ৩২ বলে ২ বাউন্ডারিতে ২১ রানে ভৃত্য আউট হলে ভাঙে এই জুটি। এরপর অধিনায়ক রিজওয়ানকে নিয়ে আরো ৫৮ রান তোলেন ওয়াসিম। ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে ওপেনার ওয়াসিমের ব্যাট থেকে। ৪১ বলে ৩ ছক্কা ও ১ চারে ৫০ রান করেন তিনি। ওয়ানডাউনে নেমে ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৫* রান করেন বাসিল হামিদ। নামিবিয়ার ডেভিড ভিসা, বার্নার্ড শুলজ ও বেন শিকঙ্গো একটি করে উইকেট নেন।