জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ভোটার বিহীন নির্বাচন করে সরকার দেশের নাগরিককে ‘দাস’ বানাচ্ছে। অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত, মুক্তিযুদ্ধের রাষ্ট্র, বাংলাদেশে জনগণের সমর্থন ও সম্মতি ব্যাতিরেকে মসনদ দখল করে জনগণকে ক্রীতদাসে পরিণত করার ভয়ংকর রাজনীতি বন্ধ করতে হবে।
ভয়ংকর রাজনীতি বন্ধ করতে হবে। ভোটার বিহীন সংস্কৃতি রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বর্তমান ক্ষমতাসীন সরকারকে বিদায় করাই জনগণের প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।
আজ বিকাল ৪টায় তুরাগ থানা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসাবে তিনি উপরোক্ত বক্তব্য প্রদান করেন। আ স ম আবদুর রব এর বাসভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারি।
বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপু, নাসির উদ্দিন স্বপন, সুমন খান প্রমূখ।
২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।
=====================
সভায় জনাব লুৎফুর রহমানকে আহবায়ক, আল আমীন এবং মোঃ রাসেল মিয়াকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট জেএসডি তুরাগ থানা কমিটি গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি: