‘আওয়ামী লীগের অধীনে কেউ ভালোভাবে কাজ করতে পারবে না

Share

আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনের কমিশনের দায়িত্ব ফেরেশতাকে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ত্রুটি ইতিমধ্যে প্রমাণিত। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন কমিশনে ফেরেশতা বসিয়ে দিলেও নির্বাচন সুষ্ঠু হবে না। এই সরকারকে দেশের মানুষ আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না।

বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবিলম্বে বিনা ভোটের সরকারের পদত্যাগ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদী যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সীমাহীন অনিয়মের কারণে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করতে বাধ্য হয়েছে। রিটার্নিং অফিসার জেলা প্রশাসক নির্বাচন বন্ধ করার কথা। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন বন্ধ করেছেন। তাদের কথা ডিসি-এসপিরা মানেন না। যত ভালো মানুষ হোক না কেনো আওয়ামী লীগের অধীনে কেউ ভালোভাবে কাজ করতে পারবে না। নির্বাচন কমিশনের উচিত আদালতে গিয়ে নির্দেশনা চাওয়া বা পদত্যাগ করা। এছাড়া কোনো পথ নেই।

আয়োজক সংগঠনের আহ্বায়ক এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এ্যাড. সৈয়দ এহসানুল হুদা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সাবেক এমপি বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিছ ইসলাম, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেছারুল হক, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান, ঢাকা মহানগর বিএনপির নেতা ইসমাঈল তালুকদার খোকন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি জহির উদ্দিন তুহিন, কৃষকদলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল নাঈম, শফিকুল ইসলাম সবুজ, ইউসুুফ আলী মিঠু, মোঃ নূরুল আমিন মৃধা, তোফায়েল হোসেন মৃধা, সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও চকবাজার থানা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা ফরাজী, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আল আমিন খান, শাহবাগ থানা কৃষকদলের সাবেক সদস্য সচিব মনির হোসেন বেপারী প্রমুখ।

বিডি-প্রতিদিন

Leave A Reply