থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলি, শিশুসহ নিহত ৩৪

Share

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ডে কেয়ার সেন্টারে বন্দুকধারীর গুলিতে ২৩ জন শিশুসহ অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পুলিশের মুখপাত্র মেজর জেনারেল আচায়ন ক্রাইথং এ কথা জানিয়েছেন। রয়টার্স

থাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ডে কেয়ার সেন্টারে নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরাও রয়েছেন। পুলিশের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ওই হামলা চালিয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

দেশটির সরকারের একজন মুখপাত্র বলেছেন, ডে কেয়ার সেন্টারে হামলার পর দেশটির সংশ্লিষ্ট সব সংস্থা এবং কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা। একই সঙ্গে অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন তিনি।

থাইল্যান্ডের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর ফেসবুক পেজে সম্ভাব্য হামলাকারী সাবেক পুলিশ কর্মকর্তার নাম ‘পানিয়া খামরাব’ বলা হয়েছে এবং তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে।

থাইল্যান্ডে এ ধরনের ব্যাপক গোলাগুলির ঘটনা খুবই বিরল। তবে ২০২০ সালে সম্পতি সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষুদ্ধ এক সৈনিক ৪টি স্থানে হত্যাযজ্ঞ চালায়। তার হামলায় ২৯ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছিল।

Leave A Reply