ইউরোপের বদলে বিশ্বের অন্য অঞ্চলে গ্যাস পাঠানোর ইঙ্গিত রাশিয়ার

Share

উরোপে বর্তমানে যান্ত্রিক ত্রুটির কথা বলে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে রাশিয়া।
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় রাশিয়ার অর্থনীতির ক্ষতি হচ্ছে কিনা এমন প্রশ্ন করা হয় রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে।

এমন প্রশ্নের জবাবে পেসকোভ বলেছেন, বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলো রাশিয়ার গ্যাস নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। ইউরোপের বদলে সেসব দেশে গ্যাস পাঠিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, ইউরোপই শুধুমাত্র গ্যাস ব্যবহার করে না।তারাই একমাত্র মহাদেশ না যাদের উন্নয়নের জন্য গ্যাসের প্রয়োজন আছে। আরও অনেক অঞ্চল আছে যারা দ্রুত গতিতে উন্নতি করছে এবং তাদের আরও উচ্চ পরিকল্পনা আছে। ইউরোপের গ্যাসের চাহিদা কমে গেলে এসব অঞ্চল সেটি পূরণ (নিতে পারবে) করতে পারবে।

সূত্র: টাস নিউজ (রাশিয়ার সংবাদ সংস্থা)

Leave A Reply