এশিয়া কাপ :ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বিদায় ভারত-আফগানিস্তানের

Share

পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনেই অনেক দর্শক গ্যালারি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পাক পেসার নাসিম শাহ হঠাৎ জ্বলসে উঠে দুই ছক্কায় আফগানিস্তানের স্বপ্ন গুঁড়িয়ে পাকিস্তানকে ফাইনালে পৌছে দেন। এর আগে শ্রীলংকা টানা দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলে। বৃহস্পতিবার ভারত ও আফগানিস্তান সুপার ফোরের নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে। পাশাপাশি শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলংকা ও পাকিস্তান মধ্যে সুপার ফোরের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুই দল ফাইনালে উঠে যাওয়ায় এই ম্যাচটি হবে কেবলই নিয়ম রক্ষার। আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিরুদ্ধে ১২৯ রানের মামুলি স্কোর গড়ে আফগানিস্তান। এই স্বল্প পুজি নিয়ে শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান লড়াই করে বিজয়ের দ্বার প্রান্তে পৌছালে পাক পেসার নাসিম শাহের কাছে অল্পের জন্য হোঁটচ খায় আফগান সেনারা।

১১০ রানে আট উইকেট হারিয়ে যখন পাকিস্তান ধুকছিল তখন আসিফ আলি এক ছক্কা মেরে দলকে আশান্বিত করলেও পরের বলে আউট হয়ে পাকিস্তানকে আবার বেকায়দায় ফেলে দেন। এর পর নাসিম শাহ মাঠে নেমে আফগান পেসার ফারুকির দুই বলে টানা দুই ছক্কা হাকিয়ে ৪ বল বাকি থাকতেই এক উইকেটের জয় এনে দেন পাকিস্তানকে। এই অপ্রত্যাশিত হারে আফগানিস্তানের ক্রিকেটাররা মাঠেই মুষড়ে পড়েন। অপর দিকে পাকিস্তানের ক্রিকেটাররা শারজাহ মাঠ জুড়ে বিজয় কেতন উড়ান।

Leave A Reply