ইউক্রেনের সেনাবাহিনীর আন্তর্জাতিক লিজিয়নের মুখপাত্র সতর্ক করে বলেছেন, পশ্চিমা দেশগুলো হয়ত মনে করছে রাশিয়াকে হারাতে যে পরিমাণ অস্ত্র প্রয়োজন, সে পরিমাণ অস্ত্র ইউক্রেনকে তারা দিয়েছেন।
কিন্তু মুখপাত্র জানিয়েছেন, রাশিয়াকে হারাতে যে পরিমাণ অস্ত্রের প্রয়োজন, এখন পর্যন্ত যে পরিমাণ অস্ত্র এসেছে, সেটি তার ধারে কাছেও নেই।
তিনি আরও জানিয়েছেন, রাশিয়াকে যদি হারাতে হয় তাহলে তাদের আরও অনেক অস্ত্রের প্রয়োজন।
এ ব্যাপারে মুখপাত্র ড্যামিয়েন মাগরো বলেন, আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি তাদের মধ্যে একটি ধারণা এসেছে, ইউক্রেন এখন পর্যন্ত যে পরিমাণ অস্ত্র পেয়েছে, যুদ্ধে জয়ের জন্য এগুলো যথেষ্ট।
না এগুলো নয়! রাশিয়াকে হারানোর মতো সক্ষমতা অর্জনে আমাদের যে পরিমাণ অস্ত্র প্রয়োজন এগুলো তার ধারেকাছেও নেই, যোগ করেন তিনি।
তিনি জানান, ইউক্রেনের সেনারা দূরপাল্লার অস্ত্রের অভাবে ভুগছে।
অস্ত্রের যোগান দাতাতের প্রতি আকুল আবেদন জানিয়ে মুখপাত্র ড্যামিয়েন মাগরো বলেন, দয়া করে আমাদের ভারি কামান পাঠানো অব্যহত রাখুন। ভারি অস্ত্র ব্যবস্থা, দূরপাল্লার রকেট, জাহাজ বিধ্বংসী রকেট। যুদ্ধক্ষেত্রে এগুলো আজ সব প্রয়োজন। গতকালও এগুলো প্রয়োজন ছিল। আমরা যত লম্বা সময় অপেক্ষা করব, সেখানে ততই মৃত্যু ঘটবে।
সূত্র: সিএনএন