লন্ডন থেকে শহীদ মিনারে সাংবাদিক, সাহিত্যিক ও গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ। হুইল চেয়ারে করে শ্রদ্ধা জানাতে এলেন গণস্বাস্থ্য ইন্সটিটিউটের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শ্রদ্ধা জানানো শেষে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, তার জীবনের ৫০টা বছর কেটেছে বৃটিশ সরকারের পদানতায়।
তিনি বৃটিশ ওয়েলফেয়ারের ভর্তুকিতে জীবন কাটিয়েছেন। এ লজ্জা আমার, আপনার সবার, এ লজ্জা জাতির। প্রত্যেকটা রাজনৈতিক দলের। আমি এখানে অনেক রাজনৈতিক দলকে দেখছি না।
মরার পরে ফেরেস্তা বানিয়ে লাভ নাই। আগে আমরা কি করেছি এটা ভাবতে হবে। তিনি সরকারের কাছে আবেদন করে বলেন, হুমায়ুন আহমেদকে আমরা স্মরণ করি আমরা গাফফার চৌধুরীকেও স্মরণ করতে চাই। আমি দলমত নির্বিশেষে সবাইকে অনুরোধ করব- তাকে সম্মানের স্থানে রাখতে।
গাফফার চৌধুরীর নামে সাংবাদিক ফান্ড করুন। যাতে সাংবাদিকরা ভালোভাবে চলতে পারে। সাংবাদিকরা যাতে সাহস নিয়ে কথা বলতে পারে।