ইউক্রেনের ইইউতে যোগদানে ১৫-২০ বছর লাগতে পারে: ফরাসি মন্ত্রী

Share

ইউরোপীয় ইউনিয়নে (ইইউতে) যোগদানে ইউক্রেনের আবেদন ১৫-২০ বছরেও চূড়ান্ত হবে না। ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী রোববার এমন দাবি করেছেন।

ফরাসি মন্ত্রী বলেন, কথা বলায় আমাদেরকে সৎ থাকতে হবে। আপনি যদি বলেন, আগামী ৬ মাস কিংবা ১ বছরে ইউক্রেন ইইউর সদস্য হতে যাচ্ছে; তাহলে সেটা মিথ্যা হবে। এ সময় তিনি বলেন, চূড়ান্তভাবে ইইউর সদস্যপদ পেতে ইউক্রেনের ১৫-২০ বছর (সম্ভাব্য) পর্যন্ত সময় লেগে যাবে।

ফরাসি মন্ত্রী বুয়ন ইউক্রেনকে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর—ইউরোপীয়ান রাজনৈতিক গোষ্ঠীতে (ইউরোপীয়ান পলিটিক্যাল কমিউনিটি) যোগদানের কথার পুনর্ব্যক্ত করেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো গত ৯ মে  প্রস্তাব করেন, ইউক্রেনের ইইউ এর পূর্ণ সদস্যপদ পেতে কয়েক দশক লাগতে পারে এবং এর বদলে তাদের উচিৎ একটি ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ে যোগদানের চেষ্টা করা, যা কিনা অনেকটা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের পূর্ববর্তী ধাপের মত। সূত্র: গার্ডিয়ান

Leave A Reply