জেএসডি’র কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন’সরকারের কাজ হচ্ছে নাগরিকের জীবনকে সুরক্ষা দেয়া। নাগরিক যেন প্রজাতন্ত্রে তাঁর জীবনকে সবচেয়ে নিরাপদ রাখতে পারে এটাই স্বাধীনতার মৌলিক দর্শন। কোনো নাগরিকের জীবনকে সরকার হুমকিতে ফেলতে সরকার পারে না। অনুমান বা শ্রবণ নির্ভর অভিযোগে কাউকে দোষী সাব্যস্ত করা সরকারের কাজ নয়।
রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে সংবিধানের ১১ অনুচ্ছেদ বলা হয়েছে, প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকিবে, মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে। কিন্তু সরকার কোনক্রমেই নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা দিচ্ছে না এবং নাগরিকের মানবসত্তার মর্যাদার প্রতি সরকারের শ্রদ্ধাবোধ প্রকাশিত হচ্ছে না। মানবসত্তার মর্যাদার প্রতি সরকারের চরম ঘাটতি রয়েছে, এ থেকে অবশ্যই পরিত্রান পেতে হবে।
আজ বিকাল ৪টায় জেএসডি ঢাকা মহানগর পশ্চিম শাখার প্রতিনিধি সভা মিরপুর ১ মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসকল কথা বলেন। জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সমন্বয় কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, জাতীয় যুবপরিষদের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন, মোহাম্মদ মোস্তফা কামাল,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান মৃধা,আজিজুল হক মন্টু,মোহাম্মদ ফারুক হাসান,মোহাম্মদ আবুল হোসেন,আজিজুল হক,শহীদ মিয়া চিশতি, মাইনুল আলম রাজু, আরিফা আখতার বেবী, বীর মুক্তিযোদ্ধা এস এম তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান প্রমুখ।
শেষ অতিথি কামাল উদ্দিন পাটোয়ারী পদ্মা সেতুতে মাত্রাতিরিক্ত টোল নির্ধারন এবং অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বাতিলের দাবী জানান। ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। সভায় বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমানকে আহবায়ক, মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ফারুক হাসান,জামাল হোসেনকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর পশ্চিম শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।