ইস্ট লন্ডন,২০ মে ২০২২ ইংরেজী,২১ শে ফেব্রুয়ারীর গানের রচয়িতা ও প্রবাসে মুক্তিযুদ্ধকালীন সময়ে সাপ্তাহিক জয়বাংলা পত্রিকার সম্পাদক জনাব আব্দুল গাফ্ফার চৌধুরীর জানাজা ব্রিকলেইন জামে মসজিদে অনুষ্টিত হয়।জানাজায় সমাজের বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহন করেন।তার মধে্য আছেন,তিনির ছেলে,বাংলাদেশ হাইকমিশনের লোকজন,আওয়ামী লীগের যুক্তরাজে্যর সভাপতি সুলতান শরীফ,মারুফ চৌধুরীসহ,অনেক কবি-সাহিত্যক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অংশগ্রহন করেছেন।
জানাজা শেষে আলতাফ আলী পার্কের শহীদবেদীতে সর্বজনের শ্রদ্ধা জানানোর জন্য লাশটি রাখা হয়।
তিনির অন্তিম ইচ্ছা অনুযায়ী ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশেই সমাহিত করা হবে।যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) আশিকুন্নবী চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
গাফফার চৌধুরী স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি ১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনের মিডলসেক্সের এজোয়ারের মেথুইন রোডের ৫৬ নম্বর বাড়িতে বসবাস করে আসছিলেন।
ছাত্রজীবনেই লেখালেখিতে হাতেখড়ি গাফফার চৌধুরীর। ১৯৪৯ সালে মোহাম্মদ নাসিরউদ্দীন সম্পাদিত মাসিক সওগাত পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়। ১৯৫২ সালে সাময়িকপত্রে প্রকাশিত হয় প্রথম উপন্যাস ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’।
১৯৫৬ সালে যোগ দেন তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ইত্তেফাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আবদুল গাফ্ফার চৌধুরী কলমযোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হন। জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
জনাব আব্দুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে ব্রিট্রিশ-বাংলা -জার্নালিষ্ট ইউনিয়নের সভাপতি ও সম্পাদক যথাক্রমে ছমির উদ্দিন ও ডা:গিয়াস উদ্দিন শোক প্রকাশ করছেন।জনজীবন অনলাইনের পক্ষ থেকে জনাব ছমির উদ্দিন ও শোক প্রকাশ করেছেন।তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।সে সাথে তিনির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।