লড়াইয়ে মার খেতে হবে, পেছানো যাবে না: নজরুল ইসলাম খান

Share

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘লড়াইয়ের ময়দান নির্ধারণ করবে কে কতো বড় বীর। জান দিতে হবে প্রয়োজনে, গুলি খেতে হবে এবং মার খেতে হবে। কিন্তু পিছিয়ে যাওয়া চলবে না।’

রবিবার ( ১৫ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা আবদুর মতীনের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘লড়াই ও সংগ্রামের মাধ্যমে সরকারকে অপসারণ ছাড়া আর কোনও পথ নাই। আপনি আলোচনা করে এবং যুক্তি দিয়ে তাকে বুঝাতে পারবেন না। কারণ তারা জানে যে, জনগণের ভোটে ক্ষমতায় আসে নাই। আর ভবিষ্যতে যদি নির্বাচন হয় তাহলেও তারা ক্ষমতায় আসতে পারবে না।’
/জেডএ/ইউএস/

Leave A Reply