বিমানের টিকিট জালিয়াতির অভিযোগে মাহবুব উর রশিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার এক সহযোগী বসবাস করেন দুবাইয়ে। চক্রটি যাত্রীর জন্য বিমান টিকিট কেটে পরবর্তীতে সেই টিকিট ফেরত দিয়ে টাকা হাতিয়ে নেয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বুধবার রাতে রাজধানীর কলাবাগানে গ্রিন রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাহবুবকে। তার কাছ থেকে বিভিন্ন এয়ালাইন্সের ৮১টি ভুয়া টিকিট, প্রতারণার কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, দুইটি কম্পিউটার, একটি কালো রংয়ের জীপগাড়ি, ১২টি বিভিন্ন ব্যাংকের চেক জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, বেশ কিছু ট্রাভেলিং অ্যান্ড ট্যুর এজেন্সি মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে যাওয়ার জন্য বিমানের টিকেট আগাম বিক্রি করছে। যাত্রীরা সেখান থেকে টিকিট নিয়ে বিদেশে যেতে পারছেন না। বিমানবন্দরে যাওয়ার পর জানতে পারেন, টিকিট ভুয়া। চক্রের অন্যতম হোতা মাহবুব।
সাদ নামে তার এক সহযোগী আছেন দুবাইয়ে। দেশেও তার সহযোগী রয়েছেন। যাত্রীকে বিমানের টিকিট দেওয়ার পর ফ্লাইটের আগে যাত্রীকে না জানিয়ে কিছু জরিমানা দিয়ে সেই টিকিট ফেরত দিয়ে টাকা তুলে নিতেন মাহবুব। নির্দিষ্ট দিনে যাত্রী বিমানবন্দরে হাজির হয়ে ই-টিকিট ও পাসপোর্ট দেওয়ার পর এয়ারলাইন্সের লোকেরা বলেন, ই-টিকিটের বুকিং ঠিক ছিল, কিন্তু বুকিং দেওয়ার টাকা রিফান্ড করে তুলে নেওয়া হয়েছে। বিদেশ যেতে না পেরে ফেরত আসতে হয় যাত্রীকে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাহবুব দীর্ঘদিন ধরে নানা উপায়ে মানুষের কাছ থেকে প্রতারণা করে আসছেন। প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গ্রেপ্তারও হয়েছেন কয়েকবার। তার গ্রেপ্তারের খবর পেয়ে বুধবার ১৭ জন ভুক্তভোগী ডিবিতে যোগাযোগ করেছেন, যারা বিমান টিকিট কেনার পর প্রতারিত হয়েছিলেন।