লিবিয়ায় আটক বাংলাদেশিদের ফেরত আনা হবে—জানালেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

Share

আটক বাংলাদেশিদের সংখ্যা কত তা বলেননি আব্দুল মোমেন। তবে গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ সংখ্যা পাঁচ শতাধিক।শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান ও তার দল তাদের উদ্ধারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

লিবিয়া অবজারভার নামে স্থানীয় একটি মিডিয়া এক টুইটবার্তায় দাবি করে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের তীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এমন ৬০০ জনের বেশি বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে মিসরাতার নিরাপত্তা বাহিনী।

Leave A Reply