জুন মাসে ব্রিটেনের সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর পূর্ণ হওয়া উদযাপিত হবে ঘটা করে। আর উদযাপনের একেবারে কেন্দ্রে থাকবে লন্ডনের বাকিংহাম প্যালেসের বাইরে একটি চোখ-ধাঁধানো গাছ আকৃতির ভাস্কর্য।
হেদারউইক স্টুডিওর নকশা করা ৬৯ ফুট উঁচু ‘গাছের তৈরি গাছ’ হবে একটি দৈত্যাকার ইস্পাতের ফ্রেমের কাঠামো। তাতে বসানো হবে ব্রিটিশ দ্বীপপুঞ্জের নিজস্ব ৩৫০টি গাছের সত্যিকারের নমুনা।
লন্ডনের নতুন রুটমাস্টার বাস থেকে শুরু করে ২০১২ সালের অলিম্পিক কলড্রন পর্যন্ত অনেক বিখ্যাত নকশা প্রকল্পের পেছনে রয়েছেন হেদারউইক। সব শেষ ভাস্কর্যটিতে তাঁর স্টুডিওর গাছভিত্তিক আগের কিছু কাজ থেকে অনুপ্রেরণা নিয়েছেন।
গত বছর চীনের সাংহাইয়ে হেদারউইক ও তাঁর দল এক হাজার গাছ তৈরি করে। সেখানে একটি শপিং মলের হাজারটি কাঠামোগত থামের ওপর প্লান্টারে এক হাজার গাছ বসিয়েছেন হেদারউইক
খ্যাতনামা এই স্থপতি বিশ্বের শহরগুলোকে ‘ঊর্ধ্বমুখী বর্ণে’ রূপান্তর করছেন।
যুক্তরাষ্ট্রে হেদারউইক তৈরি করেছেন ম্যানহাটান নদীর তীরে ‘লিটল আইল্যান্ড’ নামে ছোট পার্ক। সেখানে আছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিজস্ব বৃক্ষ-লতার এক শর বেশি প্রজাতির নমুনা।
হেদারউইক স্টুডিওর তথ্য মতে, লন্ডনের ‘গাছের তৈরি গাছ’-এর সাড়ে তিন শ গাছ বসানো হবে রানির প্রতীক খোদাই করা অ্যালুমিনিয়ামের পাত্রে। সেই পাত্রগুলোই যুক্ত করা হবে দৈত্যাকার ইস্পাতের কাঠামোটিতে। অক্টোবরে জয়ন্তী উৎসবের পর গাছগুলো কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোতে বিতরণ করা হবে।
রানির জয়ন্তী উৎসব ‘প্লাটিনাম জুবিলি উইকএন্ড’ উদযাপিত হবে ২ থেকে ৫ জুন। এ সময় যুক্তরাজ্য এবং এর বিদেশে শাসিত অঞ্চলজুড়ে প্রদর্শনী ও এক হাজার পাঁচ শর বেশি জায়গায় হবে আলোকসজ্জা। সূত্র : সিএনএন