কোন কোন বিষয়ে আন্দোলন করা যাবে, তার তালিকা দেওয়া হোক: সৈয়দা রিজওয়ানা হাসান

Share

রাজধানীতে মাঠ রক্ষার প্রতিবাদ করায় আন্দোলনকর্মী সৈয়দা রত্নাকে আটকের ১৩ ঘণ্টা পর আন্দোলন না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনার সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। একটি গণতান্ত্রিক দেশে কোন কোন বিষয়ে আন্দোলন করা যাবে না, তার তালিকা চেয়েছেন অধিকারকর্মীরা।

বেলার নির্বাহী সভাপতি আরো বলেছেন, মুচলেকার ভাষা হচ্ছে মাঠ রক্ষার আন্দোলন করা যাবে না। আমরা বলি গণতন্ত্র, আবার বলি মাঠ রক্ষার আন্দোলন করা যাবে না। তাহলে কী নিয়ে আন্দোলন করা যাবে ?

পরিবেশ নিয়ে কাজ করতে গেলে এখন হেনস্তার শিকার হতে হচ্ছে। বসবাসের অযোগ্যের তালিকায় থাকা শহরে একটা খেলার মাঠ নিয়ে নেওয়া মানে আত্মহত্যার শামিল। এলাকাবাসী খেলবে কোথায়, এই জবাব কি কর্তৃপক্ষ দেবে?

সোমবার ডিআরইউতে ‘তেঁতুলতলা মাঠে থানা না এলাকাবাসীকে হয়রানি ও আটকের তীব্র প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রশ্নে করেন তিনি।

সংবাদ সম্মেলনের আয়োজক ছিল এএলআরডি, বাপা, বেলা, আসক, ব্লাস্ট, গ্রীন ভয়েস, নিজেরা করি, নাগরিক উদ্যোগ, নারীপক্ষ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি। সম্পাদনা: খালিদ আহমেদ

Leave A Reply