Sri Lanka: তুমুল বিক্ষোভের মধ্যেই ১৭ জনকে নিয়ে নতুন মন্ত্রিসভা গড়লেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট

Share

দেশজুড়ে চলছে সরকার বিরোধী প্রতিবাদ, বিক্ষোভ।

নতুন মন্ত্রিসভায় প্রেসিডেন্ট ছাড়া পুরনোদের মধ্যে রয়ে গেলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। তাৎপর্যপূর্ণ বিষয় এই যে, নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া রাজাপক্ষে পরিবারের আর কোনও সদস্য নেই।

দেশজুড়ে সরকার বিরোধী প্রতিবাদের জেরে গোটা মন্ত্রিসভাই পদত্যাগ করে। এরপর নতুন মন্ত্রিসভা গঠন হলেও তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে বিরোধী দল। সম্পূর্ণ অনভিজ্ঞদের মন্ত্রিসভার দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের নেতারা।
অতিমারির জেরে পৃথিবীর বহু দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শ্রীলঙ্কার মতো এমন আর্থিক সঙ্কট আর কোথাও দেখা যায়নি। দ্বীপরাষ্ট্রটির বৈদেশিক মুদ্রা আয়ের সবথেকে বড় উপায় পর্যটন, করোনার জেরে দু’ বছর ধরে বন্ধ ছিল তা। আরও নানাক্ষেত্রে ক্রমশ লোকসান বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হয়ে গিয়েছিল আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধি চরম আকার নিতেই দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

 

Leave A Reply