সময় শেষ হয়ে যাবার আগেই আগামী জাতীয় নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে সরকারকে রাজনৈতিক উদ্যোগ নেবার আহবান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় সাধারণ সম্পাদক সাইফুল হক। শনিবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, গত দুই নির্বাচনের মত আগামী জাতীয় নির্বাচন ব্যর্থ হলে দেশ অনাকাঙ্কিত ভয়াবহ বিপর্যয়ে নিপতিত হবে। এই পরিস্থিতির দায়দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
সাইফুল হক বলেন, নির্বাচনের পূর্বে সরকার কিভাবে পদত্যাগ করবে এবং কিভাবে নির্বাচনকালিন নিরপেক্ষ তদারকি সরকার গঠিত হবে বিরোধী দলসমূহের সাথে আলোচনা করে তা নির্ধারন করা জরুরী। সরকার ও সরকারি দল এই সম্পর্কে দ্রুত কার্যকরি উদ্যোগ নিতে ব্যর্থ হলে গণসংগ্রামের পথে এই দমনমূলক ফ্যাসিবাদী দুঃশাসন বিদায় দেয়া ছাড়া জনগণের সামনে অন্য কোন পথ থাকবে না।
কেন্দ্রীয় কমিটির সভায় এই বছরে অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় সম্মেলন-কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয় এবং কংগ্রেস অনুষ্ঠানে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু, রাশিদা বেগম, সিকদার হারুন রশীদ মাহমুদ, শহীদুল আলম নান্নু, এপোলো জামালী, ইফতেখার আহমেদ বাবু, মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ, স্নিগ্ধা সুলতানা ইভা,অরবিন্দু বেপারি বিন্দু, শেখ মোঃ শিমুল, ডা. মনোয়ার হোসেনসহ প্রমুখ।