ভারতের পাঁচটি রাজ্যের চারটিতেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়লাভ করেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ বৃহস্পতিবারের এই ফলাফল ২০২৪ সালের জাতীয় নির্বাচনে মোদির জন্য বড় চমক হয়ে দেখা দিতে পারে।
এখনও দু-বছর বাকি ২০২৪-এর লোকসভা নির্বাচনের। এখন থেকেই দামামা বেজে গেল। চার রাজ্যে এই জয়- বিজেপি জয়ের দামাম বাজিয়ে দিল দু-বছর আগে থেকেই। বিজেপির ব্যাখ্যা- কথায় বলে, উত্তরপ্রদেশ যার দেশ তার। উত্তরপ্রদেশে আরও একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেল বিজেপি।
উত্তরাখণ্ড বিধানসভায় মোট আসন ৭০টি। একা সরকার গড়তে হলে ৩৬টি আসন নিশ্চিত করতে হত জয়ী রাজনৈতিক দলকে। এরই মধ্যে ৪৭টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস পেয়েছে ১১টি। উত্তরপ্রদেশে বিধানসভায় মোট আসন ৪০৩টি। একা সরকার গড়তে হলে ২০২টি আসন নিশ্চিত করতে হত জয়ী রাজনৈতিক দলকে। এরই মধ্যে ২৬৮টি আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে সমাজবাদী পার্টি পেয়েছে ১৩০টি আসন।
পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে একা সরকার গড়তে হলে ৫৯টি আসন নিশ্চিত করতে হত জয়ী রাজনৈতিক দলকে। ১১৭টি আসনের মধ্যে কেজরিওয়ালের আমআদমি পার্টি পেয়েছে ৯২টি। অন্যদিকে, কংগ্রেস পেয়েছে মাত্র ১৮টি আসন।
গোয়ায় মোট ৪০ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০টি এবং কংগ্রেস পেয়েছে ১১টি। একা সরকার গড়তে হলে ২১টি আসন নিশ্চিত করতে হত জয়ী রাজনৈতিক দলকে। এছাড়া, মণিপুরে মোট ৬০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৩২টি। একা সরকার গড়তে হলে ৩১টি আসন নিশ্চিত করতে হত জয়ী রাজনৈতিক দলকে। নিকটতম এনপিপি পেয়েছে মাত্র ৭টি আসন।
সূত্র : হিন্দুস্তান টাইমস ও ওয়ান ইন্ডিয়া।