সেই তামান্নাকে হাত-পা লাগানোর কথা ভাবছেন চিকিৎসকরা

Share

পা দিয়ে লিখে টানা চতুর্থবার জিপিএ-৫ পাওয়া সেই তামান্না নূরাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) বিকেলে তাকে ইনস্টিটিউটের কেবিনে ভর্তি করা হয়। সেখানে ভর্তি রেখে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তার কৃত্রিম দুই হাত ও এক পা লাগানোর কথা ভাবছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তামান্নার বাবা রওশন আলী।

এদিকে নিজের কৃত্রিম পা ও হাত লাগানোর খুশিতে ছুটে চলা তামান্না নূরা বলেন, স্টিফেন উইলিয়াম হকিং দেখিয়েছিলেন হুইল চেয়ারে বসেই কীভাবে মহাবিশ্বে ঘুরে বেড়ানো যায়। আমি তো কিছুটা চলাফেলা করতে পারি। আমি পড়াশুনা শেষ করে গবেষক হওয়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন পূরণে আমার সারথি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সহযোগিতায় আমার শরীরে কৃত্রিম হাত পা লাগানোর সকল ব্যবস্থা হচ্ছে। আমার কী যে খুশি লাগছে আপনাদের বুঝাতে পারব না।

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুরের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির তিন সন্তানের মধ্যে বড় তামান্না নূরা। তামান্না উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। চলতি বছরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি। এর আগে তামান্না ২০১৯ সালে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া জনাব আলী খান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। একই ফল করেছিলেন পিইসি ও জেএসসিতেও।

বাবা রওশন আলী ঝিকরগাছা উপজেলার ছোট পৌদাউলিয়া মহিলা দাখিল মাদরাসার (ননএমপিও) শিক্ষক। মা খাদিজা পারভীন গৃহিণী। ছোট বোন মুমতাহিনা রশ্মি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ভাই মুহিবুল্লা তাজ প্রথম শ্রেণিতে পড়ে। গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ দুটি স্বপ্নের কথা জানিয়ে চিঠি লিখেছিলেন তামান্না।

এরপর গত ১৪ ফেব্রুয়ারি পৃথক দুটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন দিয়ে তামান্নাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। একইসঙ্গে দুই বোন তামান্নার স্বপ্নপূরণে যেকোনো সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রী তামান্নাকে তার স্বপ্নপুরণে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করার পরামর্শ দেন।

সেই পরামর্শে পরদিন বুধবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছেন তিনি। এছাড়া কয়েকদিন পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তামান্নার সঙ্গে ২৪ মিনিট ৩০ সেকেন্ড কথা বলেন। শিক্ষামন্ত্রী তামান্নাকে ভার্সিটিতে মাইক্রোবায়োলোজি বিষয় নিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন এবং খুব তাড়াতাড়ি শিক্ষামন্ত্রী তামান্নার সঙ্গে দেখা করতে যশোরে আসার ইচ্ছাও প্রকাশ করেন।

Leave A Reply