নো ফ্লাই জোন হচ্ছে না, আমরা এ যুদ্ধে নেই: ন্যাটো

Share
ইউক্রেনের জোরালো অনুরোধেও মন গললো না ন্যাটো-মিত্রদের। সাবেক সোভিয়েতের অন্তর্ভুক্ত দেশটিতে নো ফ্লাই জোন ঘোষণার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ন্যাটো। অর্থাৎ, ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধবিমানকে প্রতিহত করতে যাচ্ছে না ন্যাটো। খবর রয়টার্সের।

শুক্রবার (৪ মার্চ) ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এক টুইট বার্তায় ন্যাটোকে নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানিয়ে বললেন, ইউক্রেনকে ‘সিরিয়া’ বানানোর সুযোগ যেন ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা পুতিনকে না দেন। দেরি হওয়ার আগেই যেন তারা সিদ্ধান্তটা নেন। জবাবে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ এক সংবাদ সম্মেলনে পরিষ্কার করে বলেছেন, ‘আমরা এই দ্বন্দ্বের অংশ নই। যুদ্ধটা ভয়ানক। এটাও সত্য যে আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে। কিন্তু আমরা যদি তা (নো ফ্লাই জোন) করি তবে যুদ্ধ গোটা ইউরোপজুড়ে ছড়িয়ে পড়তে পারে। আরও অনেক দেশ এতে আক্রান্ত হতে পারে।’

তিনি বলেন, ‘আমাদের মিত্ররা এ ব্যাপারে একমত যে, ইউক্রেনের আকাশসীমায় ন্যাটোর উড়োজাহাজ চলবে না। দেশটির মাটিতেও কোনও অপারেশন চালাবে না ন্যাটো।’
স্টলটেনবার্গ আরও বললেন, ‘আমাদের এই জোট হলো প্রতিরক্ষামূলক। আমরা কোনও যুদ্ধ চাই না। তবে যুদ্ধ আমাদের দরজায় এলে আমরা তৈরি আছি।’

শুক্রবার এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে থাকা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখলে নেয় রুশ সেনারা।

সূত্র: রয়টার্স

Leave A Reply