রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা স্থিতিশীলতা আনতে ও যুদ্ধ থামানোর উদ্দেশে বেলারুশ সীমান্তে যে বৈঠকে বসেছিলেন সেটি শেষ হয়েছে। খবর বিবিসির। বেলারুশের গণমাধ্যম বেল্টা নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দ্বিতীয়বার আলোচনায় বসার জন্য দুই পক্ষই এখন পরামর্শ করতে তাদের নিজ নিজ দেশে ফিরে যাবে। কয়েক দিনের মধ্যেই দুই পক্ষ ফের আলোচনায় বসতে পারে। এ বৈঠকের আগে শান্তি আলোচনা নিয়ে কেউই খুব বেশি আশাবাদী ছিলেন না। তবে এখন পরিস্থিতি পাল্টে যেতে পারে অথবা রাশিয়া তাদের আক্রমণ বাড়িয়ে দিতে পারে। এর আগে গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া। তবে ইউক্রেনের এ দাবিগুলোর বিষয়ে রাশিয়া কি জানিয়েছে সে বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে ফোনে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এদিকে এ বৈঠক চলার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে কথা বলেন রাশিয়ার পুতিন। ফ্রান্সের এলিসি প্রাসাদ সূত্র জানিয়েছে, পুতিনকে এখনই যুদ্ধ থামানোর ব্যাপার ব্যবস্থা নিতে বলেছেন ম্যাঁক্রো। এলিসি প্রাসাদ সূত্র আরও জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাঁক্রো পুতিনকে তিনটি অনুরোধ করেছেন। সেগুলো হলো- বেসামরিক লোকদের উপর হামলা না করা, বেসামরিক স্থাপনা সংরক্ষণ করা ও সেগুলোর উপর কোনো হামলা না করা এবং ইউক্রেনের প্রধান সড়কগুলো বিশেষ করে রাজধানী কিয়েভের দক্ষিণের রাস্তাগুলো নিরাপদভাবে চলাচল করতে কোনো বাধা সৃষ্টি না করা। আর প্রেসিডেন্ট পুতিন এ তিনটি অনুরোধ রাখার ব্যাপারে ম্যাঁকের কাছে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এবং ম্যাঁক্রোর সঙ্গে সবসময় যোগাযোগ রাখার ব্যাপারেও কথা দিয়েছেন।

Share

রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশ নির্বাচন আয়োজনে অধিকতর যোগ্য।

সোমবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, আমরা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। নির্বাচনে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। বন্ধু হিসেবে বাংলাদেশে মুক্ত ও অবাধ নির্বাচন আমরা প্রত্যাশা করি। একটি ভালো নির্বাচন আয়োজন বাংলাদেশ অধিকতর যোগ্য। বন্ধু হিসেবে আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও মুক্ত নির্বাচন চাই।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এটি রাশিয়ার বেআইনি আগ্রাসন। অত্যন্ত ভয়াবহ অপরাধ করছে রাশিয়া। কোনো অজুহাত ছাড়ায় অবিলম্বে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করে এই আগ্রাসন বন্ধ করা উচিত। তবে আশার কথা হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে ঐক্যবদ্ধ হয়েছে। যাতে সম্পূর্ণ বেআইনি আগ্রাসনের একটা অর্থনৈতিক মূল্য তাদের দিতে হয়।

রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, অবশ্যই এ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করবে সকল দিক থেকে। সম্পূর্ণ পূর্বানুমান হয়ত করতে পারবো না। জ্বালানি মূল্য ও ভোগ্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে। অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে।

বিট্রিশ হাইকমিশনার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের নতুন কর্মসূচি আছে। কপ-২৬ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু অংশীদারিত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী বরিস জনসন আলোচনা করেছেন। বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে এই জলবায়ু অংশীদারিত্ব হবে একটি বৃহৎ জলবায়ু পরিবর্তন মোকাবিলা প্রকল্প।

এর আগে সকালে নগরীর বিজয়নগর ও কর্ণফুলী নদীর তীরে মোহরা জেলে পাড়া এলাকায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইউপিসি) প্রকল্প’ পরিদর্শনে যান ব্রিটিশ হাইকমিশনার। সেখানে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ সরকার, ব্রিটিশ সরকার ও ইউএনডিপির সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এই প্রকল্পে সাধারণ মানুষ সন্তুষ্ট। বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্ব অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এ ধরণের প্রকল্প অব্যাহত থাকলে আমাদের জনগণের জীবনমান উন্নত হবে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, জাতীয় প্রকল্প পরিচালক (এলআইউপিসি) যুগ্ম সচিব মো. মাসুম পাটোয়ারী ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ কয়েকজন কর্মকর্তা।

Leave A Reply