রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, বাংলাদেশ নির্বাচন আয়োজনে অধিকতর যোগ্য।
সোমবার বিকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, আমরা বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। নির্বাচনে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। বন্ধু হিসেবে বাংলাদেশে মুক্ত ও অবাধ নির্বাচন আমরা প্রত্যাশা করি। একটি ভালো নির্বাচন আয়োজন বাংলাদেশ অধিকতর যোগ্য। বন্ধু হিসেবে আমরা একটি গ্রহণযোগ্য, অবাধ ও মুক্ত নির্বাচন চাই।
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, এটি রাশিয়ার বেআইনি আগ্রাসন। অত্যন্ত ভয়াবহ অপরাধ করছে রাশিয়া। কোনো অজুহাত ছাড়ায় অবিলম্বে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করে এই আগ্রাসন বন্ধ করা উচিত। তবে আশার কথা হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিতে ঐক্যবদ্ধ হয়েছে। যাতে সম্পূর্ণ বেআইনি আগ্রাসনের একটা অর্থনৈতিক মূল্য তাদের দিতে হয়।
রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, অবশ্যই এ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করবে সকল দিক থেকে। সম্পূর্ণ পূর্বানুমান হয়ত করতে পারবো না। জ্বালানি মূল্য ও ভোগ্যপণ্যের দামে প্রভাব পড়তে পারে। অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়বে।
বিট্রিশ হাইকমিশনার বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আমাদের নতুন কর্মসূচি আছে। কপ-২৬ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু অংশীদারিত্ব নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী বরিস জনসন আলোচনা করেছেন। বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে এই জলবায়ু অংশীদারিত্ব হবে একটি বৃহৎ জলবায়ু পরিবর্তন মোকাবিলা প্রকল্প।
এর আগে সকালে নগরীর বিজয়নগর ও কর্ণফুলী নদীর তীরে মোহরা জেলে পাড়া এলাকায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (এলআইউপিসি) প্রকল্প’ পরিদর্শনে যান ব্রিটিশ হাইকমিশনার। সেখানে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো উদ্বোধন করেন তিনি। বাংলাদেশ সরকার, ব্রিটিশ সরকার ও ইউএনডিপির সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এই প্রকল্পে সাধারণ মানুষ সন্তুষ্ট। বাংলাদেশ ও ব্রিটেনের বন্ধুত্ব অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। এ ধরণের প্রকল্প অব্যাহত থাকলে আমাদের জনগণের জীবনমান উন্নত হবে।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, জাতীয় প্রকল্প পরিচালক (এলআইউপিসি) যুগ্ম সচিব মো. মাসুম পাটোয়ারী ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমসহ কয়েকজন কর্মকর্তা।