গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথইষ্ট রিজিওনের উদ্দোগে জিএসসির প্রধান কার্য্যালয়ে যথাযোগ্য মর্য্যাদার সাথে ৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরনে ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদযাপনে এক আলোচনা সভা গতকাল ২২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত হয়। সাউথইষ্ট রিজিওনের চেয়ারম্যান মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ ছমির উদ্দিন এবং সার্বিক সঞ্চালনার দায়ীত্ব পালন করেন সাধারন সম্পাদক ফজলুলকরিম চৌধূরী করিম চৌধূরী।
আলোচনা সভায় ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম পেট্রন প্রধান অতিথি ডঃ হাসনাত এম হোসেইন এমবিই, বিশেষ অতিথি কেন্দ্রীয় চেয়ারম্যান ব্যারিষ্টার আতাউর রহমান সহ কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ব্যারিষ্টার মাসুদ আহম্মদ চৌধূরী ও এম, এ, আজিজ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি মোঃ সেলিম আহম্মদ, সাউথইষ্ট রিজিওনের ভাইস চেয়ারম্যান কাউন্সিলার ফয়জুর রহমান, মোঃ আবুল কালাম ও ট্রেজারার সূফী সোহেল আহম্মদ, ইষ্ট লন্ডন শাখার চেয়ারম্যান আব্দুল মালিক কুটি, সহ-সভাপতি ফারুক মিয়া, মেম্বারসীপ সেক্রেটারী আযম আলী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর খান, ইষ্ট লন্ডন শাখার সদস্য জগম্বর আলী, মাষ্টার আমির উদ্দিন, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান মোঃ নূর বক্স, বেঙ্গলী টিচার্স এসোসিয়েশনের ট্রজারার মোঃ মিসবাহ কামাল, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম প্রমূখ নের্তৃবৃন্দ।
সভায় ভাষা আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় ও রাষ্ট্র্রের সর্বক্ষেত্রে বাংলা ভাষায় কার্য্যক্রম চালু করার জন্য সরকারের কাছে জোর দাবী জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি: