টাকা নয়, ব্যাগে মাস্ক রাখছিলাম: মুনমুন

Share

বিনোদন ডেস্ক: গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিনে নায়িকা মুনমুন ও চিত্রনায়ক জায়েদ খানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ভোটার মুনমুনের হাতে ভাঁজ করা কাগজ ধরিয়ে দিচ্ছেন। এরপরই শুরু হয় তোলপাড়। দাবি করা হয়, ভোটের জন্য মুনমুনকে জায়েদ টাকা দিয়েছেন।
সোমবার (৩০ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নায়িকা নিপুণ ভোট কেনার অভিযোগও করেন। সেখানে এই ভিডিওটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
বিষয়টি নিয়ে (৩১ জানুয়ারি) সংবাদ সম্মেলন করেছেন মুনমুন ও জায়েদ খান। সেখানে নিজেকে নির্দোষ দাবি করে মুনমুন জানান, তার মতো সিনিয়রকে অসম্মানিত করেছেন নিপুণ।
মুনমুন বলেন, ‌‘আমি যখন এফডিসিতে ঢুকি তখন শাহানূরের সঙ্গে দেখা হয়। সে আমার কাছে ভোট চায়। এরপর কথা হয় জেসমিনের সঙ্গেও। তাদের দুজনের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। আমি তাদের বলি, ভোটের বিষয়ে চিন্তা করতে হবে না। এরপর দেখা হয় জায়েদের সঙ্গে। সে এগিয়ে এসে আমার হাতটি ধরে। আর তাদের প্যানেলের পোস্টারটি ধরিয়ে দেয়। আপনারা দেখবেন, তার সঙ্গে কথা বলতে বলতে আমি অপর হাতে ব্যাগ খুলে কিছু একটা রেখেছিলাম। এটা ছিল আমার কালো মাস্ক, টাকা নয়।’
এসময় তিনি তার হাতে রাখা সার্জিক্যাল কালো মাস্ক সবাইকে দেখান।
মুনমুনের কথায়, ‘আমি নিজেও জায়েদের নামে অনেক অভিযোগ শুনেছি। কিন্তু রিয়েলিটি হলো, পেন্ডামিকে আমাদের পাশে দাঁড়িয়েছিল জায়েদরা। আমার খাদ্যদ্রব্যের প্রয়োজন নেই। কিন্তু তারপরও জায়েদ-মিশা ভাইয়েরা গিফট করেছেন।
অন্যদিকে, জায়েদ সংবাদ সম্মেলনে জানান, ভোট কেনার মিথ্যা অভিযোগ ও এডিটেড স্ক্রিনশট দেখিয়ে তাকে হেয় করায় তার বিরুদ্ধে ডিজিটাল অ্যাক্টে মামলা করবেন তিনি। সেখানে নিপুণ হবেন ১ নম্বর আসামি। নিপুণের সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যদেরও সেই মামলায় আসামি করা হবে। মামলা আজ রাত বা আগামীকাল করবেন জায়েদ।

Leave A Reply